১৫,১৬৩ শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় গণবিজ্ঞপ্তির পরও ১৫ হাজার ১৬৩টি পদ খালি রয়ে গেছে। সেসব পদ পূরণে ৬ ফেব্রুয়ারি রাতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

 খালি পদগুলো পূরণের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর বিশেষ এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে এমপিও পদে ১২ হাজার ৮০৭ এবং নন-এমপিও পদে দুই হাজার ৩৫৬ জনসহ মোট ১৫ হাজার ১৬৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 

শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা পাওয়া যাবে www.ntrca.gov.bdhttp://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন করতে হবে ৮ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে।

উল্লেখ্য, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ১৬৩টি পদ ফাঁকা রয়ে গেছে। এই অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ।

এর আগে, ২০ জানুয়ারি ২০২২ সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ।