হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের লিখিত পরীক্ষার তারিখ ও পরীক্ষাকেন্দ্র প্রকাশ
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ১১তম গ্রেডভুক্ত ‘অডিটর’ পদে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও পরীক্ষাকেন্দ্র প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ‘অডিটর’পদে জনবল নিয়োগের লক্ষ্যে ৭ জানুয়ারি অনুষ্ঠিত এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। এসব প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৮ জানুয়ারি বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর বি এ এফ শাহীন কলেজে এই পরীক্ষা নেওয়া হবে।

0 মন্তব্যসমূহ